কভিড-১৯ মোকাবেলা

প্রয়োজনে ট্রেন, লঞ্চে আইসোলেশন ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

ক্রমান্বয়ে বাড়ছে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। থেমে নেই মৃত্যুর মিছিল। ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। খোদ প্রধানমন্ত্রীও এপ্রিলে করোনার ধাক্কা ব্যাপক হওয়ার আশঙ্কা করেছেন। অবস্থায় পরিস্থিতি বেগতিক হলে প্রয়োজনে রোগীদের চিকিৎসায় ট্রেনের বগিগুলো কাজে লাগানোর চিন্তাভাবনা করছে রেলপথ মন্ত্রণালয়। একইভাবে নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে যাত্রীবাহী লঞ্চগুলোকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত রাখার কথা জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

রেলপথ মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, আইসোলেশন ওয়ার্ড হিসেবে বেছে নেয়া হতে পারে ট্রেনের কেবিনগুলোকে। সব মিলিয়ে দেশের আন্তঃনগর ট্রেনগুলোয় দেড় হাজারের মতো কেবিন আছে। এগুলোকে সহজেই আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করা সম্ভব। সাম্প্রতিক সময়ে যেসব কোচ এসেছে, সেগুলোয় করোনা আক্রান্ত রোগীদের আলাদা করে রাখার আধুনিক সব সুবিধা বিদ্যমান বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বণিক বার্তাকে বলেন, ট্রেনের কেবিনগুলোকে আইসোলেশন ওয়ার্ডে রূপ দেয়ার মতো সক্ষমতা আমাদের আছে। তবে আমরা এখনই বিষয়টি নিয়ে ভাবছি না। পরিস্থিতি যদি ভয়াবহ হয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি যদি আমাদের ধরনের নির্দেশনা দেয়, তাহলে দ্রুততম সময়ের মধ্যে আমরা কাজটি করে ফেলতে পারব।

এদিকে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, লঞ্চগুলোকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা আছে। উপকূলীয় অঞ্চলে যেখানে করোনাভাইরাসের চিকিৎসা পৌঁছেনি, সেখানে কেউ ভাইরাসে আক্রান্ত হলে ব্যবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, লঞ্চের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। সাধারণ ছুটির তাত্ক্ষণিক সিদ্ধান্তের কারণে লঞ্চগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কথা বলে লঞ্চগুলোকে কীভাবে নিরাপদ জায়গায় আনা যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা জানিয়েছেন, করোনা মোকাবেলায় তারা দুই শতাধিক লঞ্চ দিতে প্রস্তুত রয়েছেন। এসব লঞ্চে ২০ হাজার সাধারণ কেবিন প্রায় ৬০টি ভিআইপি কেবিনকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন