নভেল করোনাভাইরাস

আক্রান্তদের ১১ জনই মিরপুরের, বাসাবোর ৯ জন

বণিক বার্তা অনলাইন

দেশে আজ রোববার পর্যন্ত ৮৮ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১ জনই মিরপুরের বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সংক্রমণ ঝুঁকি বিবেচনায় দেশে এখন পর্যন্ত ৫টি এলাকা (ক্লাস্টার) শনাক্ত করেছে আইইডিসিআর। এর মধ্যে ঢাকায় দুটি: বাসাবো এবং টোলারবাগ; নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং গাইবান্ধায় একটি করে ক্লাস্টার ধরা হয়েছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এই ক্লাস্টারগুলোর মধ্যে মিরপুরের টোলারবাগ এলাকার ৫ জন, গোটা মিরপুর এলাকায় ১১ জন, বাসাবো এলাকায় ৯ জন এবং নারায়ণগঞ্জের ১১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

তিনি আরো জানান, গেল ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মারা গেছেন একজন।

বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন ৪৬ জন। এদের মধ্যে ৩২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর ১৪ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনায় আক্রান্তদের যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের লক্ষণ উপসর্গ মৃদু। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন