পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর দাবি উঠেছে জাতীয় সংসদে। গতকাল জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ দাবি জানান। একই সঙ্গে তিনি ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধন করে যুগোপযোগী করারও দাবি জানান।

হারুনুর রশীদ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে তিনদিন ধরে পত্রপত্রিকাগুলোয় লেখালেখি হচ্ছে। গত মঙ্গলবার ২৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভা করেছেন। কিন্তু উদ্বেগের বিষয় এখানে ১৯৭৩-এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের কথা আসছে। অধ্যাদেশের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যলয়, বুয়েটসহ বড় বিদ্যালয়গুলো অনাগ্রহ প্রকাশ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন