শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী

হাতে গড়া ছাত্রনেতারা এভাবে চলে যাচ্ছেন, সত্যি দুঃখজনক

নিজস্ব প্রতিবেদক

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈরী পরিবেশে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এবং ধারাবাহিকভাবে সরকার পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই। দেশে উন্নতি হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের দুঃসময়ে, বিশেষ করে পঁচাত্তরের পর যেসব ছাত্রনেতা বিরাট অবদান রেখে গেছেন, সেসব ছাত্রনেতা চলে (মারা) যাচ্ছেন। আমার হাতে গড়া ছাত্রনেতারা এভাবে চলে যাচ্ছেন, এটা সত্যি দুঃখজনক।

স্পিকার . শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে গতকালের বৈঠকে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন।

আলোচনায় আরো অংশ নেন সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, শাহজাহান খান, গৃহায়ন গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গা, পীর ফজলুর রহমান, ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর, সরকারি দলের মহীউদ্দীন খান আলমগীর, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৃণাল কান্তি দাস, মোসলেম উদ্দিন, নজরুল ইসলাম বাবু, আনোয়ার আবেদীন খান, তাজুল ইসলাম প্রমুখ। আলোচনার পর সর্বসম্মতভাবে শোক প্রস্তাবটি গৃহীত হয়। এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতার পর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। তারপর চলতি সংসদের এমপি আবদুল মান্নানের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশন মুলতবি করা হয়।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত হয়ে বলেন, এটা একটু দুঃখজনক। ছাত্রজীবন থেকেই বিরোধী আন্দোলন, এরশাদবিরোধী আন্দোলন, খালেদাবিরোধী আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি আমাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। অত্যন্ত দক্ষ, মেধাবী ছিলেন। আমাদের প্রচার সম্পাদক  থাকার সময় প্রতিদিন লিফলেট বিবৃতি লেখাতাম তাকে দিয়ে। তিনি চমত্কারভাবে সেগুলো লিখতেন। যখন যে কাজ দিয়েছি খুবই দক্ষতার সঙ্গে সে কাজগুলো করতে পেরেছেন।

তিনি বলেন, পরপর তিনজন সংসদ সদস্য চলে গেলেন। এরা যদি চোখের সামনে চলে যায় সত্যিই দুঃখজনক। এভাবে বিভিন্ন নেতার মৃত্যু হলে দেশের জন্য ক্ষতিকারক, যদিও মৃত্যু অবধারিত। জন্মিলে মরতে হবে। তিনি এভাবে চলে যাবেন, সত্যিই খুব কষ্টকর। আজ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি ওকে যেন বেহেস্ত নসিব করেন।

প্রধানমন্ত্রী বলেন, আব্দুল মান্নান পরপর তিনবার সংসদ সদস্য ছিলেন। মৃত্যুর ঠিক দুদিন আগেই তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে আসতে না পারায় তার মনে একটু দুঃখ ছিল। আমি বলেছিলাম, তুমি আমাদের দলে আছো এবং থাকবে। তোমাকে তো আমি মনোনয়ন দিয়েছি। তুমি সংসদ সদস্য হয়েছ। আমি বললাম, তোমার শরীরটা মনে হয় খারাপ। তুমি চিকিৎসা নাও। হাসপাতালে ভর্তি হও। ঠিক তার পর পরই তিনি হাসপাতালে ভর্তি হলেন। আমি হাসপাতালে ডাক্তারের সঙ্গে কথা বলতাম। যেদিন তিনি মারা গেলেন সেদিন রাত ৯টার সময় আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম। সেদিনই ডাক্তার আমাকে বললেন, আপা ওর অবস্থা কিন্তু ভালো না। আমরা কিছু করতে পারব না। অবস্থা এমন হয়ে গেছে তাকে যদি বাইরে পাঠাতে পারি, কিন্তু বাইরে পাঠানোর মতো অবস্থাও তার নেই। পরের দিন সকালবেলায় তার মৃত্যুর খবর পেলাম। প্রধানমন্ত্রী বলেন, বগুড়ায় একট বৈরী পরিবেশে তিনি রাজনীতি করেছেন। বিশেষ করে বগুড়ায় নির্বাচনে জেতা কঠিন ছিল। যে কারণে আমি বারবার ওই এলাকায় গিয়েছি। নদী ভাঙন থেকে শুরু করে রাস্তাঘাট করা অনেক উন্নয়নকাজ এলাকায় করা হয়েছে। আমরা যখন উন্নয়ন করি তখন সব জায়গায় সমানভাবেই করি। জায়গার সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। সারা বাংলাদেশে আমরা উন্নয়ন করি। তিনি যখনই যে কাজ নিয়ে এসেছেন সে কাজ করে দিয়েছি।

শেখ হাসিনা বলেন, আমাদের হাতে গড়া ছাত্রনেতারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আমরা যখন থাকব না তখন দেশ দলকে এগিয়ে নিয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন