থাইল্যান্ডে জেটিসির সভা

৩৬ পণ্য রফতানিতে সুবিধা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডে ৩৬ পণ্য রফতানিতে সুবিধা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ-থাইল্যান্ডের দুই দিনব্যাপী জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) পঞ্চম সভায় গতকাল দেশের পক্ষে এ সুবিধা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, জয়েন্ট ট্রেড কমিটির পঞ্চম সভায় থাইল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের বাণিজ্যমন্ত্রী জুরিন লাকসানানাওসিত। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতসহ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের বাণিজ্য ব্যবধান কমাতে পণ্য রফতানির ক্ষেত্রে ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধা প্রয়োজন। আরও ৩৬টি পণ্য থাইল্যান্ডে রফতানির ক্ষেত্রে বাণিজ্য সুবিধা দেয়া হলে উভয় দেশের বাণিজ্য বাড়বে ও বাণিজ্য ব্যবধান কমে আসবে। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা প্রদান করা হলে বাণিজ্য সহজ হবে।

বাণিজ্যমন্ত্রী এ ৩৬টি পণ্যের তালিকা থাই কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো থাইল্যান্ড সরকার বিবেচনা করবে বলে সভায় জানানো হয়।

উভয় দেশ কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে কারিগরি সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে। এছাড়া থাইল্যান্ডের বিনিয়োগকারীরা শিগগিরই বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন বলে সভা সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন