বাসায় ঢুকে ডা. সারওয়ার আলীকে সপরিবার হত্যার চেষ্টা

বণিক বার্তা অনলাইন

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীর বাসায় ঢুকে তাকে ও তার পরিবারের সদস্যদের ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাড়ির দারোয়ান হাসান ও গাড়িচালক নাজমুলসহ অজ্ঞাত পরিচয়ের আরো চার-পাঁচজনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন এই চিকিৎসক। এ ঘটনায় বাড়ির দারোয়ান হাসানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রোববার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সারওয়ার আলী মামলায় অভিযোগ করেছেন, গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে অজ্ঞাতপরিচয় দুই যুবক উত্তরার সারওয়ার আলীর বাড়িতে ঢোকে। তারা ওই বাড়ির তৃতীয় তলায় গিয়ে তার মেয়ে সায়মা আলীর বাসার দরজায় ধাক্কা দেয়। দরজা খুলে দেয়া হলে দুর্বৃত্তরা ভেতরে গিয়ে সারওয়ার আলীর মেয়ে ও জামাতাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। পরে বাড়ির চতুর্থ তলায় গিয়ে সারওয়ার আলী ও তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে ওই ভবনের এক বাসিন্দা ও প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বাড়ির দারোয়ান হাসানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়াও ওই বাসা থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোবাইল ফোন, একটি ব্যাগে থাকা সাতটি চাপাতি, বৈদ্যুতিক শক দেয়ার যন্ত্র, টিভি ক্যামেরার স্ট্যান্ড, সিনথেটিক দড়ি ও কেমিক্যাল স্প্রে উদ্ধার করা হয়েছেও বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন