টয়োটাকে ১ কোটি ডলার জরিমানা চীনের

জাপানের গাড়ি নির্মাতা টয়োটার অঙ্গপ্রতিষ্ঠান লেক্সাসকে কোটি ৭৬০ লাখ ইউয়ান ( কোটি ২৫০ লাখ ডলার) জরিমানা করেছে চীনের বাজার নিয়ন্ত্রণ সংস্থা দেশটির পূর্বাঞ্চলের চিয়াংসু প্রদেশে জাপানি কোম্পানিটি নিজেদের প্রিমিয়াম লেক্সাস গাড়িতে প্রাইস-ফিক্সিং করায় দণ্ড দেয়া হয়েছে

বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারটি সম্প্রতি নিজেদের বাজার নিয়ন্ত্রণ আইন সংস্কার করেছে নতুন আইনের আলোকেই কোম্পানিটিকে জরিমানা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বাজার নিয়ন্ত্রণ সংস্থার ওয়েবসাইটে প্রসঙ্গত, গত বছর বাজারটিতে গাড়ি বিক্রি হয়েছে কোটি ৮০ লাখের বেশি

সংস্থাটির ওয়েবসাইট অনুযায়ী, ২০১৫ ২০১৮ সালের মধ্যে চীনের উপকূলীয় অঞ্চল চিয়াংসুতে নিজেদের গাড়ি বিক্রি পুনর্বিক্রিতে সর্বনিম্ন দর নির্ধারণ করে দেয় লেক্সাস সিদ্ধান্তটি ডিলারদের স্বাধীনভাবে দর নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত করেছে এছাড়া তা ক্রেতাদের অধিকারকেও ক্ষুণ্ন করেছে বলে উল্লেখ করা হয়েছে ওয়েবসাইটটিতে          সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন