২১তম জাতীয় সম্মেলন

আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

বণিক বার্তা অনলাইন

আওয়ামী লীগের সভাপতি পদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন। ১৯৮১ সালের ১৩তম সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে আসা শেখ হাসিনা নবমবারের মতো দলটির নেতৃত্ব দেবেন। আর ২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো দলটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।

আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।

তিনি জানান, এই দুই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্বাচিত হয়েছেন।

টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা দল আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা থাকছেন তা একরকম নিশ্চিত থাকলেও সাধারণ সম্পাদক হিসেব কে আসছেন তা নিয়ে ছিল নানান জল্পনা-কল্পনা। সবকিছু অবসান ঘটিয়ে সম্মেলনের দ্বিতীয় দিন দুপুরের দিকে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক, তাতে সমর্থন জানান বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

এর আগে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য। দুইজনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। পরে তা কণ্ঠভোটে তা পাস হয়ে যায়। 

আরো পড়ুন- 

আওয়ামী লীগের সম্মেলন: ভাসানী থেকে শেখ হাসিনা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন