মুক্তিযোদ্ধাদের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

বণিক বার্তা ডেস্ক

বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ফুল, ফল মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা গতকাল দুপুরে মুক্তিযোদ্ধাদের কাছে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী হস্তান্তর করেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের স্মরণ করায় তারা সময় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সময় তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। খবর বাসস।

যথাযোগ্য মর্যাদায় জাতি গতকাল ৪৯তম বিজয় দিবস উদযাপন করে। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনীর কবল থেকে দেশ মুক্তি লাভ করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্ত দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন