সিআইইউতে গভর্ন্যান্স অ্যান্ড গ্লোবালাইজেশন বিষয়ক সেমিনার

সুশাসনের নানা দিক নিয়ে ইনডিপেনডেন্টে (সিআইইউ) অনুষ্ঠিত হলোরিংথিনকিং ডেভেলপমেন্ট, গভর্ন্যান্স অ্যান্ড গ্লোবালাইজেশন শীর্ষক দিনব্যাপী সেমিনার। সম্প্র্রতি নগরের জামাল খান ক্যাম্পাসের কনফারেন্স রুমে সিআইইউর ইনস্টিটিউট অব গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইজিডিআইএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মেধাবী ছাত্রছাত্রীরাও অংশ নেন।

অনুষ্ঠানে সেমিনার বক্তার বক্তব্যে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষক আহমেদ শফিকুল হক উন্নয়ন, সুশাসন ও বিশ্বায়নের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, একটি দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে তা বলা যাবে না। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের মৌলিক অধিকারের স্বীকৃতি, জবাবদিহিতা, আইনের শাসন, একতা, মানবাধিকার প্রতিষ্ঠা, তথ্য অধিকার, নিরপেক্ষতাসহ নানা বিষয় নিয়ে ভাবতে হবে।  সর্বক্ষেত্রে সুশাসনের কোনো বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক আহমেদ শফিকুল হক বলেন, টেকসই উন্নয়নের জন্য সুশাসন নিশ্চিত করা জরুরি। কেবল নীতিমালা প্রণয়নের মধ্যেই এ ধারণা সীমাবদ্ধ রাখা ঠিক নয়।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন