হংকং বিক্ষোভে সমর্থন জ্যেষ্ঠ নাগরিকদের

বণিক বার্তা ডেস্ক

 হংকংয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ নাগরিকরা পুলিশের নিষ্ঠুরতা এবং অবৈধ গ্রেফতারের বিরুদ্ধে শনিবারও রাস্তায় নেমেছে হংকং আন্দোলনকারীরা খবর রয়টার্স

হংকংয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, পরিস্থিতি মোকাবেলায় কেমন পদক্ষেপ নেয়া হয়েছে, তা বিবেচনায় একটি স্বাধীন কমিটি গঠন করতে চাচ্ছে সরকার প্রায় ছয় মাস ধরে চলা বিক্ষোভ গত কয়েক সপ্তাহে ব্যাপক সহিংস আকার ধারণ করেছে

গত সপ্তাহে স্থানীয় নির্বাচনের পর তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বাণিজ্য নগরীটিতে গত রোববারের স্থানীয় নির্বাচনে প্রায় ৯০ শতাংশ আসনে জয়ী হয় গণতন্ত্রপন্থীরা নির্বাচনের ফলাফল বেইজিংপন্থী সরকারের জন্য চপেটাঘাত হিসেবে দেখা দিয়েছে, যারা ভোটের মাঠে নীরব বিপ্লবের প্রত্যাশা করছিল

শনিবার সমাবেশে অংশগ্রহণ করা ৭১ বছর বয়সী এক নারী বলেন, গত জুনে ১০ লাখ মানুষের সমাবেশেও আমি অংশ নিয়েছিলাম কিন্তু সরকার আমাদের দাবিকে গুরুত্ব দেয়নি বিভিন্ন প্রজন্মের মানুষের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে অংশ নিতে নিজের প্লাস্টিক টোল নিয়ে এসেছেন পন নামের ওই বৃদ্ধা তরুণদের পাশাপাশি হাঁটার ছড়ি হাতে দাঁড়িয়েছিলেন অনেক জ্যেষ্ঠ নাগরিক পন বলেন, আমি পুলিশের অনেক নিষ্ঠুরতা অবৈধ গ্রেফতার দেখেছি আমি রকম হংকংকে চিনি না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন