হোলি আর্টিজান মামলায় খালাস পেয়েছেন বড় মিজান

বণিক বার্তা অনলাইন

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ৮ আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন; এ মামলায় খালাস পেয়েছেন একজন। খালাস পাওয়া ওই আসামি হলেন নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

আদালত রায়ে বলেছেন, ‘মিজানের বিরুদ্ধে যে অভিযোগ তা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।’

তবে আইনজীবীরা বলছেন, মিজানুর রহমান ওরফে বড় মিজানের বিরুদ্ধে আরো ৩০টিরও বেশি মামলা রয়েছে। তাই সহসাই তিনি মুক্তি পাবেন না।

খালাস পাওয়া ওই আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। 

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন