বার্সার জয়ে মেসির মাইলফলক

চ্যাম্পিয়নদের ফেরার রাত

ম্যাচের তখন মাত্র তৃতীয় মিনিট প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ কিছু বুঝে ওঠার আগেই স্কোরশিটে নাম তোলেন লিওনেল মেসি গোল বার্সেলোনার জয়ের ভিতই শুধু গড়ে দেয়নি, মেসির অর্জনের মুকুটে যোগ করেছে আরেকটি নতুন পালক ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ চ্যাম্পিয়ন্স লিগ আসরে গোল করার কৃতিত্ব গড়েন এলএমটেন এরপর স্বাগতিক প্রাগ সমতা ফেরালেও পরে আত্মঘাতী গোলে বার্সার জয়টা নির্ধারণ করে দেয় তারাই রাতে গোলবন্যায় মেতেছিল চ্যাম্পিয়ন লিভারপুল গেঙ্কের বিপক্ষে অল রেডদের জয় - গোলে জোড়া গোল করেন অক্সলেড-চেম্বারলিন আলো ছড়ান ফরোয়ার্ড লাইনের তিনজনই

প্রাগে গ্রুপ এফ-এর ম্যাচে আর্থারের সঙ্গে বল দেয়া-নেয়া করে মেসি যখন লক্ষ্যভেদ করেন, তখন বড় জয়ের স্বপ্নই হয়তো দেখছিল বার্সা সমর্থকরা বিশেষ করে মাইলফলকের রাতে হয়তো আরো বড় কিছুই প্রত্যাশা ছিল মেসির কাছে কিন্তু বার্সাকে বাস্তবতা বোঝাতে বেশি সময় নেয়নি প্রথম ম্যাচে ইন্টারকে রুখে দেয়া দলটি বার্সার সঙ্গে বলতে গেলে পাল্লা দিয়ে খেলেছে তারা বার্সার ৫২ শতাংশ বল দখলে রাখার বিপরীতে প্রাগের দখলে বল ছিল ৪৮ শতাংশ কিন্তু লক্ষ্যে শট নেয়ার পরিসংখ্যানের দিক থেকে বার্সার চেয়ে অনেক এগিয়ে ছিল চেক ক্লাবটি বার্সা ১৩ শটের সাতটি লক্ষ্যে রাখে, সেখানে প্রাগ ২৪ শটের নয়টিকেই রাখে লক্ষ্যে প্রথমার্ধে একাধিকবার সমতা ফেরানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা ৫০ মিনিটের মাথায় বোরিলের গোলে সমতাও ফেরায় তারা কিন্তু এর পরও খালি হাতে ফেরার জন্য কেবল ভাগ্যকেই দুষতে পারে তারা মেসির ফ্রি-কিক থেকে বল পেয়ে যেভাবে লুইস সুয়ারেজ সেটিকে বাড়িয়ে দিয়েছিলেন, তাতে গোল হওয়ার সম্ভাবনা ছিল সামান্য কিন্তু সেই সামান্য সম্ভাবনাতেই ওলায়েঙ্কার গায়ে লেগে বল ঢুকে যায় জালে আর গোলেই লিড নিয়ে এগিয়ে যায় বার্সা পরে গোলই হয়ে দাঁড়ায় ভাগ্যনির্ধারক পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল বার্সা সমান পয়েন্ট নিয়ে দুই তিন নম্বরে আছে বরুশিয়া ডর্টমুন্ড ইন্টার মিলান

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন