দীর্ঘতম বিরতিহীন ফ্লাইট সম্পন্ন করল কান্তাস

নিউইয়র্ক থেকে সিডনিতে বিশ্বের দীর্ঘতম বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট সম্পন্ন করল অস্ট্রেলিয়াভিত্তিক উড়োজাহাজ পরিবহন সংস্থা কান্তাস। প্রায় ২০ ঘণ্টা দীর্ঘ ফ্লাইট পাইলট, ক্রু যাত্রীদের ওপর কেমন প্রভাব রাখে, তা গবেষণায় ফ্লাইটটি পরিচালিত হয়েছে। ৫০ যাত্রী ক্রুসহ কান্তাস ফ্লাইট ৭৮৭৯-টি গতকাল সকালে সিডনিতে অবতরণ করে। নতুন বোয়িং ৭৮৭- ড্রিমলাইনারটি ১৬ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নিয়েছে ১৯ ঘণ্টা ১৬ মিনিট। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) আশা করছে, চলতি বছর বার্ষিক যাত্রী পরিবহন ৪৬০ কোটি থেকে বেড়ে ২০৩৭ সালে ৮২০ কোটিতে দাঁড়াবে। এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক উড়োজাহাজ এত লম্বা দূরপাল্লার যাত্রা করেনি। দূরপাল্লার যাত্রাটা সম্পন্ন করতে পর্যাপ্ত জ্বালানি নেয়া হয়েছিল, যাত্রী সংখ্যা মালপত্র ছিল অল্প এবং কোনো কার্গো সুবিধা ছিল না।   সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন