উড়োজাহাজে ভ্রমণ কমাতে পারে ‘ফ্লাইট শেম’

বণিক বার্তা ডেস্ক

পরিবেশ নিয়ে উদ্বেগের কারণে উড়োজাহাজ ভ্রমণ থেকে মুখ ফেরাতে শুরু করেছে ভ্রমণকারীরা। ফলে উড়োজাহাজ ভ্রমণের হার অর্ধেক কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুইস ব্যাংক ইউবিএসের এক জরিপে তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।

ফ্লাইট শেম একটি সুইডিশ ধারণা। সম্প্রতি ধারণাটি বিস্তৃত হতে দেখা যাচ্ছে। ইউবিএসের জরিপে অংশগ্রহণকারী প্রতি পাঁচজনের একজন যাত্রী জলবায়ুর ওপর প্রভাব নিয়ে উদ্বেগের কারণে গত বছরের তুলনায় উড়োজাহাজে ভ্রমণ সংখ্যা কমিয়েছে। প্রবণতা অব্যাহত থাকলে যাত্রী সংখ্যার প্রবৃদ্ধি কমে অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ব্যাংকটি।

ইউবিএস জানিয়েছে, বৈশ্বিক উড়োজাহাজ ভ্রমণ বার্ষিক থেকে শতাংশের মধ্যে বেড়েছে। যার অর্থ প্রতি ১৫ বছরে মোট ভ্রমণ সংখ্যা দ্বিগুণ হয়েছে। এয়ারবাস বোয়িংয়ের মতো উড়োজাহাজ নির্মাতা কোম্পানিগুলো ২০৩৫ সাল পর্যন্ত শিল্পে প্রবৃদ্ধি বহাল থাকবে বলে পূর্বাভাস করেছে।

কিন্তু সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গের মতো পরিবেশ নিয়ে উচ্চ পর্যায়ের আন্দোলন বিশ্বের সমৃদ্ধ অঞ্চলগুলোয় উড়োজাহাজ ভ্রমণের অভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন