রেকর্ডের পথে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস উত্তোলন

বণিক বার্তা ডেস্ক   

চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাস উত্তোলন আগের যেকোনো সময়কে ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে এ সময় দেশটিতে জ্বালানিপণ্যটির চাহিদা বেড়ে পৌঁছতে পারে ইতিহাসের সর্বোচ্চে। রফতানিতেও রয়েছে চাঙ্গা ভাব বজায় থাকার সম্ভাবনা। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

ইআইএর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে দৈনিক গড়ে ৯ হাজার ১৩৫ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে পারে। আগের বছর দেশটি দৈনিক গড়ে ৮ হাজার ৩৩৯ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করেছিল, যা ছিল যুক্তরাষ্ট্রের জ্বালানিপণ্যটির উত্তোলন ইতিহাসে সর্বোচ্চ। সে হিসাবে এবার গত বছরের তুলনায় দৈনিক ৭৯৬ কোটি ঘনফুট বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে নতুন রেকর্ড করতে পারে দেশটি।

ইআইএ চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে দৈনিক ৯ হাজার ৬০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলনের পূর্বাভাস করেছিল। জুলাইয়ে দেশটিতে জ্বালানিপণ্যটির উত্তোলন আরো বেড়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া উত্তোলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রে এবার জ্বালানিপণ্যটির অভ্যন্তরীণ ব্যবহারেও চাঙ্গা ভাব বজায় থাকার পূর্বাভাস করেছে ইআইএ। এ সময় দেশটিতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়ে দৈনিক গড়ে ৮ হাজার ৪৫৯ কোটি ঘনফুটে দাঁড়াতে পারে। আগের বছরে জ্বালানিপণ্যটির অভ্যন্তরীণ ব্যবহারে দেশটি আগের সব রেকর্ডকে টপকে গিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে দৈনিক ৮ হাজার ২০৭ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি জ্বালানিপণ্যটির ব্যবহার দৈনিক ২৫২ কোটি ঘনফুট বেড়ে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে।

একই সঙ্গে চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানিপণ্যটির রফতানিতেও চাঙ্গা ভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে। চলতি বছর দেশটি থেকে দৈনিক গড়ে ৫১০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস রফতানির পূর্বাভাস করেছে ইআইএ। আগের বছর রফতানির পরিমাণ ছিল দৈনিক গড়ে ২০০ কোটি ঘনফুট। অর্থাৎ এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানিপণ্যটির রফতানি বেড়ে যাবে ৩১০ কোটি ঘনফুট। আর ২০২০ সালে রফতানির পরিমাণ আরো বেড়ে ৮১০ কোটি ঘনফুটের মাইলফলক ছোঁয়ার পূর্বাভাস করেছে ইআইএ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন