বন্যার্তদের সহায়তায় ১০ লাখ ডলার দিচ্ছে জাপান

নিজস্ব প্রতিবেদক

ছবি: ইউনিসেফ

বাংলাদেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার্তদের সহযোগিতায় ১০ লাখ ডলার দিচ্ছে জাপান। দেশটির সরকার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মাধ্যমে এ সহযোগিতা প্রদান করবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের জরুরি এ সহায়তার ক্ষেত্রে ইউএনএইচসিআর ২ হাজার পরিবারকে আশ্রয় দেবে, ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্যবহির্ভূত সামগ্রী, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সহায়তা প্রদান করবে। অন্যদিকে ইউনিসেফ নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও মৌলভীবাজারের ৩ লাখ ৭৫ হাজার মানুষকে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সহায়তা দেবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন