আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগে ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ইন্সপেক্টর আরাফাত হোসেন। ছবি- সংগৃহীত

গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

গতকাল বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

সাভারের আশুলিয়া থানার সামনে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ছোড়ে পুলিশ। ভয়ংকর সেই দিনের বর্ণনায় প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশের গুলিতে লাশের পর লাশ পড়ছিল। পরে পুলিশ ওই লাশগুলো গাড়িতে তুলে নিয়ে আগুন দেয়। লাশগুলো যেন না পুড়ে, সেজন্য পানি নিয়ে আগুন নেভাতে বের হয়েছিলেন কয়েকজন। কিন্তু তাদের দিকেও গুলি ছোড়া হয়। থানার সামনে ছিল শুধু রক্ত আর রক্ত!

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন