হুথি বিদ্রোহীদের ঘোষণা

লোহিত সাগরে চীনা ও রুশ জাহাজ সম্পূর্ণ নিরাপদ

বণিক বার্তা ডেস্ক

লোহিত সাগরে চীনা ও রুশ জাহাজ সম্পূর্ণ নিরাপদ বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রুশ পত্রিকা ইজভেসতিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে হুথি বাহিনীর পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি গতকাল এ ঘোষণা দিয়েছেন। 

ইয়েমেনের আশপাশের পানিসীমা বেশির ভাগ দেশের জন্য নিরাপদ দাবি করে তিনি বলেন, ‘রাশিয়া ও চীনসহ অন্য দেশগুলোর জন্য এ অঞ্চলে নৌ-পরিবহনে কোনো হুমকি বা ঝুঁকি নেই। তবে খেয়াল রাখতে হবে, জাহাজগুলোর সঙ্গে যেন ইসরায়েলসহ সুনির্দিষ্ট কয়েকটি দেশের কোনো যোগসূত্র না থাকে।’ 

লোহিত সাগরে জাহাজ চলাচলে নিজেদেরও স্বার্থ আছে জানিয়ে তিনি বলেন, ‘জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা প্রস্তুত। কেননা ইয়েমেনের অর্থনীতির জন্য এ সমুদ্রসীমায় অবাধ নৌ-পরিবহনের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে যেকোনোভাবে ইসরায়েলের সঙ্গে সংযোগ রয়েছে এমন জাহাজগুলোয় হামলা অব্যাহত থাকবে।’ 

হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের জবাবে গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। সরকারি হিসাবে এ হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ হাজার ৭৬২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬২ হাজার ১০৮ জন। নারী-শিশুসহ বেসামরিক গাজাবাসীদের ওপর হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনো জাহাজকে ইয়েমেনের পানিসীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দেয় হুথি বিদ্রোহীরা। এরই মধ্যে লোহিত সাগরে কয়েক দফায় বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে তারা। সর্বশেষ বৃহস্পতিবার রাতেও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ট্যাঙ্কার জাহাজ লক্ষ্য করে দুটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।  তবে সেগুলো জাহাজটির কাছাকাছি গিয়ে পানিতে পড়ে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে মার্কিন বাহিনী। রুশ পত্রিকা ইজভেসতিয়াকে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন মোহাম্মদ আল বুখাইতি। 

হুথি বাহিনীর পলিটিক্যাল ব্যুরোর এ সদস্য বলেন, ‘লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলার জন্য সংশ্লিষ্ট নৌ-পরিবহন সংস্থাগুলোই দায়ী। কেননা তারা ভিন্ন পথ ব্যবহারের নির্দেশনা মানেনি।’ 

মোহাম্মদ আল বুখাইতি বলেন, ‘আনসার আল্লাহ্‌ (হুথি বাহিনীর আনুষ্ঠানিক নাম) কোনো জাহাজ জব্দ করতে বা ডুবিয়ে দিতে চায় না। আমাদের লক্ষ্য হচ্ছে, ইহুদি রাষ্ট্রের (ইসরায়েল) জন্য গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ পরিচালনা করাকে ব্যয়বহুল করে তোলা, যাতে তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে।’ 

গত নভেম্বরে লোহিত সাগর থেকে দ্য গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজ জব্দ করে হুথি বিদ্রোহীরা। এক ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজটি জব্দের বিষয়ে মোহাম্মদ আল বুখাইতি বলেন, ‘এটি ছিল এক ধরনের হুঁশিয়ারি, যাতে অন্যরা আমাদের দাবি মেনে নেয়।’ জাহাজটি আটকের পর এরই মধ্যে দুই মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। এটির ক্রুরা এখনো ছাড়া পাননি। তবে মোহাম্মদ আল বুখাইতি জানিয়েছেন, ক্রু সদস্যরা ভালো আছেন। তাদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে। 

লোহিত সাগরে উত্তেজনার নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক সরবরাহ চেইনে। ঝুঁকি এড়াতে সহজ ও সাশ্রয়ী লোহিত সাগর-সুয়েজ খাল নৌপথ পাল্টাতে বাধ্য হচ্ছে বিভিন্ন পণ্য পরিবহন সংস্থা। এতে করে বেড়েছে পণ্য পরিবহনের ব্যয় ও সময়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, হুথিদের ওপর তার দেশের আক্রমণেও লোহিত সাগরে হামলা থামেনি। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যদি বলেন, মার্কিন অভিযান হুথিদের হামলা থেকে নিবৃত্ত রাখতে কাজ করছে কিনা, তাহলে বলব, না।’ সূত্র: তাস ও দ্য গার্ডিয়ান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন