বাজেট ২০২৩-২৪ প্রতিক্রিয়া

মার্কেটপ্লেসের স্বীকৃতি ই-কমার্সের উন্নয়নের জন্য মাইলফলক —এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো

মার্কেটপ্লেসের স্বীকৃতি ই-কমার্সের উন্নয়নের জন্য একটি মাইলফলক। এ স্বচ্ছ কাঠামোর বাস্তবায়ন বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট করে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ভ্যাট আইনে মার্কেটপ্লেসের সংজ্ঞাকে স্বীকৃতি দিয়ে একটি স্বচ্ছ ব্যবসা কাঠামো প্রদানের জন্য সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানায় দারাজ বাংলাদেশ। দেশের ই-কমার্স খাতের বিকাশে এ পদক্ষেপ অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করবে। এ সংযোজন ব্যবসা কার্যক্রমকে সহজসাধ্য করার পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীদের এ খাতে বিনিয়োগে উৎসাহিত করবে, যা পরবর্তী সময়ে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে ব্যাপকভাবে সাহায্য করবে। মার্কেটপ্লেসের স্বীকৃতি দিয়ে সরকার ভ্যাট আইনের কার্যক্রম সুস্পষ্ট করেছে। এতে করে এ ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট সবাই যেমন মার্কেটপ্লেস, খুচরা বিক্রেতা, পরিবহনকারী, তাদের নিজ নিজ ভ্যাট প্রদান ও দায়িত্ব সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাবেন। সরকারের এ সময়োপযোগী উদ্যোগ ব্যবসা সহজসাধ্য করতে ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে বিদেশী বিনিয়োগকারীরা এ খাতে বিনিয়োগে আকৃষ্ট হবে। এর পাশাপাশি এ ব্যাখ্যা প্রদান করায় এনবিআর সহজে ভ্যাট প্রদানকারীকে শনাক্ত করতে পারবে, যা ভ্যাট আদায় প্রক্রিয়াকে আরো জোরালো করবে। দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির বিকাশে দারাজ শুরু থেকেই মার্কেটপ্লেসকে আলাদাভাবে সংজ্ঞায়িত করতে জোর দাবি দিয়ে আসছিল। সরকারের এ সিদ্ধান্তে অবশেষে এটি আলোর মুখ দেখতে পেল। একটি সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে ভ্যাট আইন মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সব সাহায্য প্রদানের মাধ্যমে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে দেশের এ শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।’

এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো

চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার, দারাজ বাংলাদেশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন