তথ্যচিত্র ‘নান্দনিক বঙ্গবন্ধু’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমানের পরিকল্পনায় এবং বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের প্রযোজনায় নির্মিত তথ্যচিত্র ‘নান্দনিক বঙ্গবন্ধু’র উদ্বোধনী প্রদর্শনী গতকাল ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বঙ্গবন্ধুর বেড়ে ওঠা, তার রাজনৈতিক কর্মসূচি এবং রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনার দর্শন ও চর্চার বহুমাত্রিক নান্দনিক দিক নিয়ে ৪০ মিনিটের এ তথ্যচিত্র নির্মিত হয়েছে। উদ্বোধনী প্রদর্শনীর আগে স্বাগত বক্তব্যে ড. আতিউর জানান যে মূলত বঙ্গবন্ধুর বহুমাত্রিক নান্দনিকতা নিয়ে গবেষণার জন্য তিনি দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক যারা বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখেছেন বা তার সঙ্গে কাজ করেছেন কিংবা বঙ্গবন্ধুকে নিয়ে গভীরতর গবেষণা করেছেন, তাদের সাক্ষাৎকার নিয়েছেন। পরে সেগুলোর ঐতিহাসিক গুরুত্বের দিক বিবেচনায় নিয়ে উন্নয়ন সমন্বয়ের পক্ষ থেকে ‘নান্দনিক বঙ্গবন্ধু’ শিরোনামে তথ্যচিত্রটি তৈরি হয়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন