সারা দেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ১১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের ইউনিয়ন পর্যায়ে আগামী ১১ ফেব্রুয়ারি শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই দিন সরকার পতনের আন্দোলনে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি রয়েছে বিএনপির।

নেতারা জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। রাজধানীতে শান্তি সমাবেশ হবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে। দু-একটি সমাবেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। এছাড়া বাকি ৭৬টি সাংগঠনিক জেলার মধ্যে ৪০টিতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বেশির ভাগ ক্ষেত্রে নেতাদের নিজ জেলায় দায়িত্ব দেয়া হয়েছে।

যেসব জেলায় কেন্দ্রীয় নেতারা যাবেন না সেখানে জেলার নেতাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করতে বলা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, কোনো জেলা সদরে শান্তি সমাবেশ হবে না। ইউনিয়নে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা উপজেলার নেতারা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় নেতারা শুধু একটি ইউপি সমাবেশে যোগ দেবেন। জেলা উপজেলা নেতাদেরও আলাদা ইউনিয়নের দায়িত্ব দেয়া হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শান্তি সমাবেশে আমরা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপি-জামাত জোট সরকারের আমলে যে অপশাসন, দুর্নীতি হয়েছে সেগুলো জনগণের কাছে উপস্থাপন করব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন