পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড লু’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আজ রোববার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন ডোনাল্ড লু। এরপর বাংলাদেশী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডোনাল্ড লু।

ছবি: বণিক বার্তা

নির্ধারিত কর্মসূচি শেষে আজ দিবাগত রাত ২টা নাগাদ তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

দক্ষিণ এশিয়ার দুই দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এলেন তিনি। ভারতের দিল্লি থেকে রওনা হয়ে গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন এ কূটনীতিক।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাইম উদ্দিন আহমেদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ১০ জানুয়ারি এক মিডিয়া নোটের মাধ্যমে ডোনাল্ড লুর বাংলাদেশসহ ভারত সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মিডিয়া নোটের তথ্য অনুযায়ী, ১২-১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। এ সময় জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম, মানবাধিকারসহ বিভিন্ন অগ্রাধিকারের বিষয়ে বৈঠকে অংশ নেবেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন