সোনালী ব্যাংকের ডিএমডি হিসেবে সুভাষ চন্দ্রের যোগদান

সোনালী ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন সুভাষ চন্দ্র দাস। যোগদানের আগে তিনি সোনালী ব্যাংকে জেনারেল ম্যানেজার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১৭ নভেম্বর তাকে জেনারেল ম্যানেজার থেকে ডিএমডি পদে পদোন্নতি প্রদান করে।

দীর্ঘ ২২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারসমৃদ্ধ সুভাষ চন্দ্র ১৯৯৭ সালে ঢাকা কমার্স কলেজে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ২০০০ সালের ২৪ মে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এছাড়া পদোন্নতি পেয়ে উপপরিচালক যুগ্ম পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টসহ বিভিন্ন দপ্তরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি চুক্তিভিত্তিক চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে সোনালী ব্যাংকে যোগ দেন। সোনালী ব্যাংকে আট বছর ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন