দুই ঘণ্টায় প্রায় হাজার কোটি টাকার লেনদেন

‌নিজস্ব প্রতি‌বেদক

দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় সব সূচক বেড়েছে। এ সময় পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জে (ডিএসই) প্রায় হাজার কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, এদিন সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৮৬ পয়েন্টে দাঁড়ি‌য়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এ সময় পর্যন্ত ৩০ প‌য়েন্ট বেড়ে ২ হাজার ৩৯৩ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১১৫টির আর অপরবর্তিত রয়েছে ১৩৩টি সিকিউরিটিজের বাজারদর। এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৯৬৮ কো‌টি ৬৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন