পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী থেকে

দেশের বৃহৎ কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা ১১টা ৫৬ মিনিটে এ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এর আগে পায়রায় পৌঁছানোর পর স্থানীয় জেলেরা বিদ্যুৎকেন্দ্রের পাশের নদীতে নৌকা ভাসিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করেন। এ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পরপরই শতভাগ বিদ্যুতায়নেরও ঘোষণা দেন তিনি।

এ তাপবিদ্যুৎ কেন্দ্রটি সরেজমিন উদ্বোধনের মধ্যদিয়ে গত দুই বছরের মধ্যে প্রথম কোনো উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে তাপবিদ্যুৎ কেন্দ্র সাজানো হয় নতুন রূপে। পুরো বিদ্যুৎকেন্দ্র এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। অনুষ্ঠানে যোগদিতে পটুয়াখালী ও আশপাশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে এসেছেন। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ এম খোরশেদুল আলম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন