কভিড-১৯ রোগে আক্রান্ত পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব কবিরুজ্জামান চৌধুরী।

কবিরুজ্জামান জানান, গতকাল বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা নেয়া হয় মন্ত্রীর। আজ সকালে আরটিপিসিআর পরীক্ষায় পজিটিভ বলে জানানো হয়। বর্তমানে কভিডের উপসর্গ থাকায় নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। 

তিনি জানান, মন্ত্রীর সামান্য সর্দি, কাশি ও শরীর ব্যথা রয়েছে। গতকাল পর্যন্ত জ্বর থাকলেও আজ নেই। তিনি কভিডের বুস্টার ডোজ নিয়েছেন বলে জানান একান্ত সহকারী সচিব। মন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যদের জ্বর ও সর্দি-কাশি রয়েছে। সবাই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে তাদের আজ কভিডের নমুনা জমা দেবেন বলে জানিয়েছেন কবিরুজ্জামান চৌধুরী।

এর আগে ২০২০ সালের ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত কভিড রোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন