নতুন আরো ৩টি ট্রেকের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

শেয়ার লেনদেনের জন্য নতুন করে আরো তিনটি প্রতিষ্ঠানকে ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পাওয়া তিন প্রতিষ্ঠানকে ট্রেক সনদ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন তিনটিসহ অনুমোদন পাওয়া ট্রেকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮তে।

নতুন অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফারিহা নিট টেক্স, এসকিউ ওয়্যার অ্যান্ড কেবল কোম্পানি গিবসন সিকিউরিটিজ। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে তিন প্রতিষ্ঠানের ট্রেক অনুমোদনের বিষয়ে চিঠি পাঠিয়েছে বিএসইসি। বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (অ্যাডমিনিস্ট্রেশন অব ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) রেগুলেশন, ২০২০-এর রেগুলেশন () () এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) রুলস, ২০২০-এর সাব-রুল () () অনুযায়ী ডিএসইর নতুন ট্রেক ইস্যু করা হয়েছে। পরিস্থিতিতে ডিএসইর নতুন ট্রেকগুলোর আবেদন আনুষঙ্গিক প্রক্রিয়া সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলা সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ডিএসইতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অনুমোদন পাওয়া ৫৫টি প্রতিষ্ঠানের কাছে ট্রেক সনদ হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন