শেয়ার মানি ডিপোজিট

প্রায় দেড় কোটি শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল

নিজস্ব প্রতিবেদক

ইকুইটি বা মূলধন বাবদ নেয়া শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে সরকারের অনুকূলে প্রায় দেড় কোটি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর শেয়ার ইস্যু করা হবে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানিটি ২০১৫-১৬ অর্থবছরে সরকারের কাছ থেকে ইকুইটি হিসেবে তিন কিস্তিতে ১৪০ কোটি টাকা নেয়। এর পরের অর্থবছরে তিন কিস্তিতে নেয়া হয় আরো ২৬ কোটি টাকা। দুই অর্থবছরে কোম্পানিটি ইকুইটি হিসেবে সরকারের কাছ থেকে ১৬৬ কোটি টাকা গ্রহণ করে। শেয়ারমানি ডিপোজিটের বিপরীতে শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল।

এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের নেয়া টাকার বিপরীতে কোটি ২৭ লাখ হাজার ১৭৪টি শেয়ার ইস্যু করা হবে। যার প্রত্যেকটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। অর্থবছরের শেষ কার্যদিবসের বাজার মূল্য বিবেচনায় ইস্যু মূল্য হবে ১১০ টাকা ২০ পয়সা। একইভাবে ২০১৬-১৭ অর্থবছরের প্রাপ্ত ২৬ কোটি টাকার বিপরীতে ২১ লাখ ৬৪ হাজার ৮৩৬টি শেয়ার ইস্যু করা হবে। যার অভিহিত মূল্য হবে ১০ টাকা। ওই অর্থবছরের শেষ কার্য দিবসের বাজার মূল্য বিবেচনায় যার ইস্যু মূল্য হবে ১২০ টাকা ১০ পয়সা। শেয়ারমানি ডিপোজিটের বিপরীতে সব মিলিয়ে সরকারের অনুকূলে কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৩৭টি শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন