১০% নগদ লভ্যাংশ দেবে এস আলম কোল্ড রোলড স্টিলস

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে সুপারিশ করা হয়। সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে পর্ষদ। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬০ শতাংশ।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫৫ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ৩৩ পয়সা বা ৬০ শতাংশ। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৯ টাকা পয়সা।

এদিকে সমাপ্ত হিসাব বছরের সুপারিশকৃত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ জানুয়ারি চিটাগং ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৫ নভেম্বর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন