১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ এপেক্স ট্যানারির

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদন অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য আগামী ২৯ নভেম্বর ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল টাকা ১৯ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ১৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬৩ টাকা ৮৯ পয়সা।

গত বছরের তুলনায় সমাপ্ত হিসাব বছরে এপেক্স ট্যানারির বিক্রি বেড়েছে। বিপরীতে বিক্রি বিপণন বাবদ খরচ কমেছে। যে কারণে আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা শেয়ারপ্রতি আয় বেড়েছে। একই সময়ে নিট পরিচালন তারল্য প্রবাহও বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন