বি‌দেশী‌দের জন্য কক্সবাজা‌রে স্পেশাল জোন তৈ‌রির প‌রিকল্পনা র‌য়ে‌ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বলে‌ছেন, কক্সবাজা‌রে যে স্যান্ডি বিচ, এটা পৃ‌থিবী‌তে খুব কম আছে।

সেখানে আমরা বিদেশিদের জন্য স্পেশাল জোন করে দেবো, যেখানে শুধু বিদেশিরা আসতে পারবে এবং তারাই যেতে পারবে। তি‌নি ব‌লেন, তারা তাদের মতো করে যেন উপভোগ করতে পারে, সে ব্যবস্থাটা করে দেয়া আমাদের পরিকল্পনা আছে।

রোববার (২৯ আগস্ট) কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠা‌নে প্রধানমন্ত্রী এসব কথা ব‌লেন । 

দেশের সব বিমানবন্দরের আধুনিকায়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ, নতুন রাডার স্থাপন, জেট ফুয়েল যেন পাইপ লাইনের মাধ্যমে চলে আসে, সেই পাইপলাইন নির্মাণ এবং কক্সবাজারে আরও সুপরিসর বিমান যেন নামতে পারে, আন্তর্জাতিক বিমান বা যাত্রী পরিবহন সব বিমান যেন নামতে পারে সেভাবে কক্সবাজার এয়ারপোর্টকে আমরা উন্নত করব। আমাদের মনে এটা ছিল, এটাকে আমরা আন্তর্জাতিক মানের বিমানবন্দর করব।

সরকার প্রধান বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ তৈরি করে দেয়া হবে। তাতে যেমন সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে এ অঞ্চল বাঁচবে, দৃষ্টিনন্দনও হবে। পর্যটকদের জন্য সুবিধা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন