কনফিডেন্স সিমেন্টের ক্রেডিট রেটিং ‘এএ৩’

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ক্রেডিট রেটিং এএ৩ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ৩১ মার্চ ৩০ জুন ২০২১ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ এপ্রিল পর্যন্ত ব্যাংকের কাছে কোম্পানিটির দায়বদ্ধতার অবস্থা এবং আনুষঙ্গিক তথ্যের ভিত্তিতে রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)

কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের আয় চলতি ২০২০-২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা কমলেও সময়ে কোম্পানিটির নিট মুনাফায় ১২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির আয় ১৫ শতাংশ এবং নিট মুনাফা ৭১ শতাংশ বেড়েছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩২৭ কোটি ৪১ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৩২৯ কোটি ৬৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১০ কোটি ৭৬ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪৮ কোটি ৯২ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল টাকা ২৫ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন