কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়েরও ছুটি বাড়ল ৩১ অগাস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটিও ৩১ অগাস্ট পর্যন্ত বেড়েছে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় সব সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ শুক্রবার (৩০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ছুটির এ সময়ে নিজেদের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের বাসায় অবস্থান করতে হবে, পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে এবং স্থানীয় প্রশাসনকে তা পর্যবেক্ষণ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা পরিকল্পনা করেও শিক্ষা প্রতিষ্ঠান আর খোলা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন