চলতি সপ্তাহে ছয় কোম্পানি ও দুই ফান্ডের পর্ষদ সভা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি দুই ফান্ডের পর্ষদ সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে ঢাকা ডায়িং, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলো সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত, চলতি হিসাব বছরের প্রথম, দ্বিতীয় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

তথ্যমতে, ২৮ জুন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সামিট অ্যালায়েন্স পোর্টের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ওই দিন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বেলা সাড়ে ৩টায় সামিট অ্যালায়েন্সের বেলা ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সেদিন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। একই দিনে কোম্পানিটির ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। অন্যদিকে সামিট অ্যালায়েন্স পোর্ট ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

২৯ জুন (সোমবার) ফাইন ফুডস, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ওইদিন ফাইন ফুডসের বেলা ৩টায়, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের বেলা ২টা ৪৫ মিনিটে এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বেলা ২টা ৩৫ মিনিটে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ফাইন ফুডস ৩১ মার্চ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে ফান্ড দুটি সমাপ্ত ২০২০ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

৩০ জুন ঢাকা ডায়িং, ন্যাশনাল ব্যাংক পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ওই দিন ঢাকা ডায়িংয়ের বিকাল ৪টায়, ন্যাশনাল ব্যাংক পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বেলা ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা ডায়িং ২০২০-২১ হিসাব বছরের প্রথম, দ্বিতীয় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ন্যাশনাল ব্যাংক সমাপ্ত ২০২০ হিসাব বছরের ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকের এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন