মালয়েশিয়ার শিল্প খাতে এক দশকে সর্বোচ্চ প্রবৃদ্ধি

বণিক বার্তা ডেস্ক

মালয়েশিয়ায় এপ্রিলে শিল্প খাতের উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ দশমিক শতাংশ বেড়েছে এমন প্রবৃদ্ধি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ কভিডজনিত নিষেধাজ্ঞা শেষে দেশটির বিভিন্ন খাতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রবৃদ্ধি হয়েছে খবর রয়টার্স

উৎপাদন সূচকে দেশের কারখানাগুলোর সামগ্রিক উৎপাদন, খনন বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ পর্যালোচনা করা হয় রয়টার্সের এক জরিপে ১০ জন অর্থনীতিবিদ ৪৬ দশমিক শতাংশ প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন শিল্প খাতে এপ্রিলের চিত্র মার্চে দশমিক শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি এর আগে ২০০৯ সালের মার্চে দেশটিতে শিল্প খাতের উৎপাদনে ২০ দশমিক শতাংশ প্রবৃদ্ধির রেকর্ড করা হয়েছে

এক বিবৃতিতে দেশটির পরিসংখ্যান বিভাগ জানায়, গত বছরের মার্চে কভিড-১৯ মহামারীর কারণে লকডাউন ঘোষণা করা হয়েছিল ফলে উৎপাদন খাতে মন্দা দেখা দেয় চলতি বছর নিষেধাজ্ঞা শিথিল করায় এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় অর্থনীতির চাকা সচল হচ্ছে

পরিসংখ্যান বিভাগ আরো জানায়, যানবাহনের যন্ত্রাংশ, অধাতব উৎপাদিত খনিজ পণ্যের পাশাপাশি অন্যান্য পণ্যের চাহিদা বাড়ায় উৎপাদনে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বিভাগের তথ্যানুযায়ী, দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ১৪ দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে খনিজ পদার্থের উত্তোলন গত বছরের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো ২২ দশমিক শতাংশ বৃদ্ধি পায় এছাড়া এপ্রিলে মালয়েশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যানবাহনের যন্ত্রাংশ ব্যতীত রফতানি খাতে ৬৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন