অর্থনীতির অক্সিজেনে রূপান্তর হচ্ছে আইসিটি: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি উপদেষ্টার (সজীব ওয়াজেদ জয়) নির্দেশনা অনুযায়ী আইসিটি বিভাগ কখনো অ্যাডভাইজরি, কখনো সাজেস্টিভ অথবা কোথাও ইমপ্লিমেন্টের রোল প্লে করবে। অর্থাৎ আইসিটি অর্থনীতির অক্সিজেনে রূপান্তরিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, বিনোদন এমনকি বিচারিক ব্যবস্থায়ও আমরা আইসিটির সর্বোচ্চ ব্যবহার করছি।

শুক্রবার রাতে বাজেট-পরবর্তী পরিস্থিতিতে তারুণ্যের কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধিতে আইসিটি খাতের ভূমিকা শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি উপকমিটি ওয়েবিনারের আয়োজন করে।

আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক উপকমিটির সভাপতি অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর, বুয়েটের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য . মুনাজ আহমেদ নূর ইসলাম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন