আজ থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন

নিজস্ব প্রতিবেদক

চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়িয়ে জুন পর্যন্ত বর্ধিত করেছে সরকার। বর্ধিত মেয়াদের জন্য দেশে ব্যাংক লেনদেনের সময় আরো ৩০ মিনিট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ থেকে আগামী জুন পর্যন্ত ব্যাংক লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা। গতকাল লকডাউনের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে ব্যাংক লেনদেনের বর্ধিত সময়ের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। লেনদেন-পরবর্তী কার্যক্রমের জন্য বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল (আজ) থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।

এদিকে অন্য একটি প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, গ্রাহকের স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাগ্রহণসহ অন্যান্য জরুরি আর্থিক সেবা প্রদানের জন্য সোমবার থেকে জুন পর্যন্ত সাপ্তাহিক সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঢাকায় একটি শাখা ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। জরুরি গ্রাহকসেবা প্রদান নির্বিঘ্ন রাখার লক্ষ্যে প্রয়োজনীয় জনবলের বিন্যাস উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো স্বীয় বিবেচনায় সম্পন্ন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন