আরএকে সিরামিকসের বিক্রি বেড়েছে ১৮%

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের বিক্রি চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এর আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। বিক্রি বাড়ার পাশাপাশি সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় প্রায় ৪২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রি হয়েছে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ১৪৬ কোটি ৯১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ২৬ কোটি ৪৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩০ কোটি ১৬ লাখ টাকায়। যেখানে এর আগের বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ১৯ কোটি ৮৪ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৫ কোটি ১৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে কোটি ৩৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫০ পয়সায়, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯১ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে আরএকে সিরামিকসের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৭৬ পয়সা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ১৮ পয়সা।

২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আরএকে সিরামিকস। ২০১৮ হিসাব বছরে ১০ শতাংশ নগদের পাশাপাশি একই হারে স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরেও একই হারে নগদ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২৬ টাকা থেকে ৩৪ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন