করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে,ব্যাংক কর্মকর্তার পরিবার পাবে ৫০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের প্রথম শ্রেণি বা তদূর্ধ্ব কোনও কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা স্বামী বা সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে তার বাবা-মা ৫০ লাখ টাকা পাবেন। আর মৃত্যুবরণকারী ব্যাংক কর্মকর্তার পদ মর্যাদা ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার হলে ৩৭ লাখ টাকা পাবেন তার পরিবার। স্টাফ বা সাব-স্টাফ মৃত্যুবরণ করলে তার পরিবার ২৫ লাখ টাকা পাবেন। স্ব স্ব ব্যাংক মৃত্যুবরণকারী কর্মীদের পরিবারকে ক্ষতিপুরণের অর্থ পরিশোধ করবে। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রজ্ঞাপনের নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির তারিখ বা ২০২০ সালের ২৯ মার্চ থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত্ থাকবে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে ব্যাংকের তার অন্য কোনও দায়-দেনার সঙ্গে উক্ত ক্ষতিপূরণের অর্থ সমন্বয় করা যাবে না। এ ক্ষতি পূরণ বর্তমানে প্রচলিত অন্য যে কোনও প্রজ্ঞাপন, আদেশ, নীতিমালায় বর্ণিত কর্মকালীন মৃত্যুবরণের ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা ও অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম শ্রেণির কর্মকর্তা বা সিনিয়র অফিসার বা প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা সমমান হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা অনাকাঙ্খিক্ষত ভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা স্বামী বা সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে তার বাবা-মা ৫০ লাখ টাকা পাবেন।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলছে, ট্রেইনি অ্যাসিস্টান্ট অফিসার বা সমমান হতে এক ধাপ এর পূর্ব পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তারা করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তার স্বজনরা পবেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা। আর স্টাফ ও সাব স্টাফ (যে কোন প্রক্রিয়ায় নিয়োগকৃত বা নিয়োজিত) ব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার স্বজন ২৫ লাখ টাকা পাবেন।

করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলে ব্যাংক কর্মকর্তাদের কর্মস্থলে যেতে অনুপ্রাণিত করতে গত বছরের ১৫ এপ্রিল প্রণোদনা দেয়ার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। ওই সময় জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে করোনায় আক্রান্ত হলে ব্যাংক কর্মকর্তা ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পাবেন। আর মারা গেলে ক্ষতিপুরণ পাবেন পাঁচ গুণ বেশি। সোমবার জারিকৃত প্রজ্ঞাপনে আগের নির্দেশনার কার্যকরিতা রহিত করা হয়। ফলে করোনা আক্রান্ত হলে ব্যাংক কর্মকর্তারা ক্ষতিপুরণ পাবেন না। কেবলমাত্র মৃত্যুবরণ করলেই ক্ষতিপুরণ প্রযোজ্য হবে। নতুন নির্দেশনা অনুযায়ি, ২০২০ সালের ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত যেসব ব্যাংক কর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তারাও ঘোষিত হারে ক্ষতিপুরণ পাবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন