রংপুরে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়

‘ভারী শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্পও এগিয়ে নিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন প্রান্তে ভারী শিল্পকলকারখানা গড়ে উঠেছে। এই শিল্পের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলোকেও এগিয়ে নিতে হবে। দেশে এখন মোটরসাইকেল ও অন্যান্য বৃহৎ ফিনিশড প্রোডাক্ট তৈরি হচ্ছে। এসব পণ্য তৈরির জন্য যেসব ক্ষুদ্র যন্ত্রাংশের প্রয়োজন তা তৈরি করতে হবে দেশে।

সম্প্রতি রংপুরে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।  

প্রকল্প পরিচালক বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে তরুণ উদ্যোক্তাদের সাপ্লায়ার্স অ্যান্ড লিংকেজ ইন্ডাস্ট্রিতে সংযুক্ত হতে হবে।

মতবিনিময় সভায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, গতানুগতিক ব্যবসায় চিন্তাধারা থেকে বের হয়ে উদ্ভাবনী চিন্তা করতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। 

মতবিনিময় সভায় উদ্যোক্তারা প্রকল্প পরিচালকের কাছে তাদের বিভিন্ন সমস্যা এবং সম্ভবনার কথা তুলে ধরেন। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় রংপুরে ২৭৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার মধ্যে ৭০-এর অধিক উদ্যোক্তা হয়েছেন।  

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক প্রধান ও এজিএম আকতার হোসেন প্রধান, রংপুর চেম্বারের পরিচালক রিয়াজ শহীদ শোভন।

মতবিনিময় শেষে প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন রংপুরের সমন্বয়ক মো. মনিরুজ্জামান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন