ভাইরাস বিধিনিষেধে আরো ফ্লাইট কমিয়েছে রায়ানএয়ার

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসসংক্রান্ত সরকারি বিধিনিষেধের কারণে অক্টোবরে পরিকল্পনার চেয়ে আরো বেশি ফ্লাইট কমাতে যাচ্ছে বিমান পরিবহন সংস্থা রায়ানএয়ার। স্থানীয় সময় শুক্রবার আইরিশ সাশ্রয়ী এয়ারলাইনস জানায়, এরই মধ্যে তারা অক্টোবরে সক্ষমতার ২০ শতাংশ ফ্লাইট কর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সরকারের আরোপিত নতুন বিধিনিষেধের কারণে তারা অতিরিক্ত আরো ২০ শতাংশ ফ্লাইট কর্তন করতে যাচ্ছে। অবস্থায় ডাবলিনভিত্তিক এয়ারলাইনসটি আশা করছে, আগামী অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় সব মিলিয়ে তাদের ফ্লাইট সক্ষমতায় পতন হবে ৪০ শতাংশের মতো।

ডবমান পরিবহন সংস্থাটির দাবি, করোনাসংক্রান্ত বিধিনিষেধ নিয়ে সরকারের অব্যবস্থাপনার কারণে তাদের বিপদ বেড়েছে। রায়ানএয়ারের বহু গ্রাহক তাদের ব্যবসাসংক্রান্ত জরুরি ভ্রমণ করতে পারছেন না। একই সঙ্গে তাদের পক্ষে পারিবারিক প্রয়োজনেও ভ্রমণ করা সম্ভব হচ্ছে না। আর এর মূলে রয়েছে ত্রুটিপূর্ণ ১৪ দিনের কোয়ারেন্টিন ব্যবস্থা। এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন