বগুড়ায় সিগারেট চুরির মামলায় শিক্ষকসহ গ্রেফতার ২

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে সিগারেট চুরি মামলায় সহকারী শিক্ষকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি যাওয়া ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের সিগারেটও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিজরুল গ্রামের আইনুল ইসলাম (৩৬) ও সিংড়া উপজেলার ধাপকুড়ইল গ্রামের শাহ আলম (২৫)।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার সিধইল গ্রামের মহিদুল ইসলাম বাবু সিগারেটের ডিলারশিপ নিয়ে পৌর শহরের আদর্শ মার্কেটে গুদাম ভাড়া করে পাইকারী ব্যবসা করে আসছেন। গত ২৯ মে জুমার নামাজের সময় গুদাম থেকে ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যমানের সিগারেট চুরি হয়ে যায়। ৩ জুন (বুধবার) রাতে মহিদুল ইসলাম বাবু বাদী হয়ে থানায় চুরির অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সিংড়া উপজেলার কুড়িপাকিয়া গ্রামের একটি বাড়ি থেকে চুরি যাওয়া সিগারেট উদ্ধার করে।

বগুড়ার নন্দীগ্রাম থানার এসআই মোহাম্মদ আলী বলেন, চুরিকৃত সিগারেট উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সহকারী শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন