বিটিএমএ সদস্য কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ প্রাইমারি টেক্সটাইল খাতের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য স্পিনিং, উইভিং, ডায়িং কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ঘোষণা দিয়েছে বস্ত্র খাতের সংগঠনটি।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সংগঠনের সকল সদস্যদের জন্য দেয়া বিজ্ঞপ্তিটি গণমাধ্যমকে অবহিত করেন সভাপতি মোহাম্মদ আলী খোকন। 

বিটিএমএর পরিচালনা পর্ষদের পক্ষে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ই এপ্রিল তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় মহামারী করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সরকারের ছুটির সাথে সামঞ্জস্য রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বিটিএমএর সদস্য কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এ সময়ে কোনো মিল বেতন বা মজুরি প্রদানের জন্য খোলা রাখার প্রয়োজন হলে সেজন্য বিটিএমএসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন