কভিড-১৯: সঙ্কট মোকাবেলায় স্বল্প ও মধ্য মেয়াদি কর্মসূচি বাস্তবায়নের আহ্বান

হোসেন জিল্লুর রহমান, রাশেদা কে চৌধূরী, ড. রশিদ ই মাহবুব, এএমএম নাসির উদ্দিন, ড. এমএ ফায়েজ, আহসান এইচ মনসুর, আতিউর রহমান, আসিফ সালেহ্, ফারাহ কবির, আহমেদ মোশতাক রাজা চৌধুরী, ইমরান মতিন, মোহাম্মদ আবদুল ওয়াজেদ, ড. দিবালোক সিংহ, এম এহসানুর রহমান, মো. আবদুল করিম


চীন সর্বপ্রথম নভেল করোনাভাইরাস সম্পর্কে বিশ্বকে জানানোর পর ৯৬ দিন এবং বাংলাদেশে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২৯ দিন পার হয়েছে এত কম সময়ের মধ্যে আমাদের চেনা এই বিশ্ব এত অন্যরকম এক পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হয়নি এবং এত বড় হুমকিও একযোগে কখনও মোকাবেলা করতে হয়নি এমন এক পরিস্থিতি যখন প্রতি মুহূর্তে আমাদের সকল ব্যবস্থা, সকল প্রতিজ্ঞা এবং সকল উদ্ভাবনি সামর্থ্য কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে দ্রুত পরিবর্তনশীল এক মহামারীর সঙ্গে সঙ্গে অভূতপূর্ব মাত্রার অর্থনৈতিক সংকটের স্বরূপও আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, ছুড়ে দিয়েছে ইতিহাসের কঠিনতম চ্যালেঞ্জ

জনস্বাস্থ্য অথবা অর্থনীতি - যে কোনো একটি বাঁচানোর সুযোগ বা বিলাসিতা কোনোটিই আমাদের নেই উভয়কেই রক্ষা করতে হবেআমাদের উভয়কেই কেন্দ্রে রেখে সুচিন্তিতভাবে সঠিক পরিকল্পনা তার বাস্তবায়ন ঘটানোই পরিস্থিতি মোকাবেলার একমাত্র চাবিকাঠি ছোট-বড়, জানা-অজনা, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকপ্রত্যেকটি উদ্যোগ অদৃষ্টপূর্ব এই সংকট মোকাবেলায় অমূল্য তাত্পর্য বহন করে পাশপাশি, সমগ্র কর্মকা্লের মধ্যে সুসমন্বয় এবং একই কার্যক্রমের পুনরাবৃত্তি এড়ানোর গুরুত্ব অপরিসীম সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাত্পর্যসমগ্র সমাজে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাএক্ষেত্রে আরো জরুরি একটি পদক্ষেপ সরকার ইতিমধ্যে সংকট মোকাবেলায় বাজেট ঘোষণার মধ্য দিয়ে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এখন চ্যালেঞ্জ হবে, কার্যকর সুবিন্যস্ত পরিকল্পনার মাধ্যমে সঠিকভাবে টার্গেটকৃত মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং নিরপেক্ষ তদারকি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি রোধ করা

ব্র্যাক বাংলাদেশ এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর চেয়ারপারসনের ডাকে জনস্বাস্থ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সামষ্টিক অর্থনীতি বিশেষজ্ঞ এই তিন ক্ষেত্রে কর্মরত পেশাজীবীবৃন্দ গত ২রা এপ্রিল একটি বৈঠকে অংশগ্রহণ করেন দেশের জনস্বাস্থ্য অর্থনৈতিক খাতে গভীর প্রভাব সৃষ্টিকারী এই সংকট মোকাবেলায় স্বল্প মাঝারি মেয়াদে নির্দিষ্ট কার্যক্রম, সরকারি কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি খাতের কার্যকর ভূমিকার রূপরেখা এবং নীতিনির্ধারনী মহলের জন্য সাক্ষ্যভিত্তিক তথ্যউপাত্ত পদ্ধতিগতভাবে উত্পাদন উপস্থাপনের পন্থা বিষয়ে এই বৈঠকে আলোচনা হয় চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যে আহ্বান নিয়ে হাজির হয়েছি তার একটিই উদ্দেশ্য, আর তা হচ্ছে, উদ্যোগসমূহের কার্যকর সমন্বয় এবং জরুরি পদক্ষেপ গ্রহণের তাত্পর্যকে তুলে ধরা  

 

 

স্বাস্থ্য সংকট মোকাবেলায় আশু করণীয়

 

 

মূল সমস্যা

বিশ্লেষণ

করণীয়

দায়িত্ব

 

 

বর্তমানে সংক্রমণের কোন পর্যায়ে আমরা অবস্থান করছি?

 

-   খুব অল্প সংখ্যায় পরীক্ষা হওয়ার ফলে বাংলাদেশ এখন সংক্রমণের কোন পর্যায়ে আছে তা নিশ্চিত করে বলা সম্ভব না

-   সংক্রমণ শনাক্তকরণ পরীক্ষা বাড়ানো হয়েছে তবে এই হারেও বিপুল সংখ্যক মানুষকে পরীক্ষা করা সম্ভব নয় ফলে ব্যাপক মানুষের মধ্যে সংক্রমণ পরীক্ষা এখনও দূর ভবিষ্যতের বিষয় হিসেবেই রয়ে গেছে ব্যাপক মানুষের মধ্যে সংক্রমণ পরীক্ষা করা আদৌ সম্ভবপর না- হতে পারে

-   সংক্রমণ শনাক্তকরণ উপাত্তের অভাবে বিকল্প কিছু সূচক (Proxy Indicator) নিয়েও কাজ করা যেতে পারে এর মধ্যে রয়েছে স্থানীয় হাসপাতাল ক্লিনিকগুলোতে শ্তাসকষ্টজনিত সমস্যা নিয়ে রোগী ভর্তির তথ্য, অজ্ঞাত রোগে মৃত্যু ইত্যাদি

-   বিকল্প সূচকসমূহ থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে নতুন সংক্রমণ বা প্রবল ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা যেতে পারে সীমিত সংখ্যক সংক্রমণ পরীক্ষার সামর্থ্য দিয়ে তখন এসব এলাকায় পরীক্ষা করা যেতে পারে

 

·     সংক্রমণ পরীক্ষার সামর্থ্য বাড়ানো এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকেও কাজে লাগাতে হবে

·     বিকল্প সূচক কাঠামো (Proxy Indicator Framework) তৈরি করতে হবে যা ব্যবহার করে নতুন ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা যাবে

·     বিকল্প সূচকগুলো ধরে উপাত্ত সংগ্রহে সরকারি বেসরকারি সামর্থ্য একযোগে কাজে লাগাতে হবে

·     নতুন সংক্রমিত বা ঝুঁকিপূর্ণ এলাকায় সংক্রমণের পরীক্ষা বাড়াতে হবে

 

 

·  স্বাস্থ্য অধিদপ্তর

·   বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীবাহিনী যাদের মাধ্যমে স্থানীয় সমাজে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়

·  উপাত্ত সংগ্রহ কার্যক্রম সরকার কর্তৃক সঞ্চালিত সমন্বিত হতে পারে

 

 

কোন সামাজিক দূরত্বের চর্চা কীভাবে আরো কার্যকর করা সম্ভব?

 

-      সামাজিক দূরত্বই একমাত্র বৃহত্ মাত্রার পদক্ষেপ যা সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম

-      সামাজিক দূরত্বের পদক্ষেপ বাস্তবায়নের সঠিক পন্থা নির্দেশনা ব্যাখ্যার মধ্যে সামঞ্জস্যহীনতা, অস্পষ্টতা ফাঁক রয়ে গেছে এর বাস্তবায়নেও অসামঞ্জস্যতা লক্ষণীয় কোনো ক্ষেত্রে জরুরি অগ্রাধিকারের প্রশ্নেও এক্ষেত্রে অস্পষ্টতা তৈরি হয়েছে উদাহরণ হিসেবে ধর্মীয়/সামাজিক সমাবেশ রপ্তানিমুখী তৈরিপোশাক শিল্পে শ্রমিক উপস্থিতির কথা উল্লেখ করা যায়

-      বিষয়ে সমাজের বিরাট সংখ্যক মানুষের মধ্যে এখনও সঠিক বার্তার অভাব আছে

-      জীবিকার অভাবে বহু দরিদ্র মানুষ খাদ্যের সন্ধানে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন

-      রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাতে কাজ বন্ধ করার ক্ষেত্রে নীতিগত অসামঞ্জস্যতা লক্ষ করা গেছে যা সামাজিক দূরত্বের পদক্ষেপকে ঝুঁকির মুখে ফেলেছে

-      ঘনবসতিপূর্ণ বস্তিগুলোতে সামাজিক দূরত্ব এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যথেষ্ট অন্তরায় রয়েছে

-      সামাজিক দূরত্বের কারণে বাসায় থাকতে বাধ্য হওয়ার ফলে জেন্ডারভিত্তিক সহিংসতা বৃদ্ধির আলামত দেখা যাচ্ছে এবং মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে সামাজিক দূরত্বের পদক্ষেপ গ্রহণের সঙ্গে সঙ্গে এসব সমস্যা সমাধানের পদক্ষেপও ভাবতে হবে

·     জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার পরিবেশ জোরদার করার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে

·     কেন্দ্রীয়ভাবে সামাজিক দূরত্ব বিষয়ক যেসব বার্তা প্রদান করা হচ্ছে সেসব বার্তাকে আরো সুস্পষ্ট সামঞ্জস্যপূর্ণ করতে হবে

·     স্থানীয় মানুষের মধ্যে সামাজিক দূরত্বের বার্তা পৌঁছে দেওয়া এবং তা মেনে চলার গুরুত্ব প্রচার করা উত্সাহ প্রদানের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং তৃণমূল অন্যান্য সংস্থার কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে

·     সামাজিক দূরত্ব পদক্ষেপের ফলে জীবিকার সংকটে পড়া বিপুল সংখ্যক দরিদ্র মানুষের জন্য খাদ্য সাহায্য নিশ্চিত করতে হবে

 

· কেন্দ্রীয় সরকার

· স্থানীয় সরকার

· বেসরকারি সংস্থা, যুব সংগঠন, তৃণমূল সংগঠন

· স্থানীয় মানুষের মধ্যে যাঁরা প্রভাবশালী তাঁদের সম্পৃক্ত করতে হবে

 

 

স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে কর্মোদ্দীপনা হ্রাস

 

 

-   তৃণমূল পর্যায়ে কর্মরত স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীবাহিনীর সুরক্ষা উপকরণের প্রকট অভাব রয়েছে অন্যদিকে এসব উপকরণ তৈরি সরবরাহের সাপ্লাইচেইন অত্যন্ত ঢিমেতালে অগ্রসর হচ্ছে পাশাপাশি আমলাতান্ত্রিক প্রক্রিয়াও এতে বাধার সৃষ্টি করছে

-   কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে কর্মোদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক বার্তার সুস্পষ্ট অভাব রয়েছে পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রীরও ঘাটতি আছে

-   করোনাভাইরাসকে ঘিরে ভয় আতঙ্কের বশবর্তী হয়ে অনেক স্বাস্থ্যসেবা কর্মী বিশেষ করে বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হাসপাতাল ত্যাগ করেছেন যার ফলে অসংক্রামক রোগে আক্রান্তদের সেবাতেও ব্যাঘাত সৃষ্টি হয়েছে

 

·  স্বাস্থ্যখাত ব্যবস্থাপনার উচ্চপর্যায়ের নেতৃত্বে মানসিকতার আশু পরিবর্তন জরুরি যার ফলে তাঁরা শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে বার্তা দেওয়ার পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদের কর্মোদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক বার্তা প্রদান করবেন

·  মানসম্মত সুরক্ষা উপকরণ তৈরি এবং সুষ্ঠু সরবরাহ চেইন বজায় রাখার স্বার্থে আমলাতান্ত্রিক অনুমোদন প্রক্রিয়ায় পর্যাপ্ত গতি সঞ্চার করতে হবে

·  করোনাভাইরাস সংক্রমণের বাইরের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিষয়ে স্বাস্থ্যখাত ব্যবস্থাপনা নেতৃত্ব এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে জরুরি সংলাপ সম্পাদন করতে হবে

 

·   স্বাস্থ্যখাত ব্যবস্থাপনা

·   বেসরকারি খাত

 

ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রস্তুতি

 

 

 

-      অনেকগুলো কাঠামো এবং নির্দেশিকা প্রদান করা হয়েছে কিন্তু কার্যকরভাবে বার্তা পৌঁছানো কার্যক্রম পরিচালনায় সমন্বয় এবং নেতৃত্ব প্রদানে গুরুতর সমস্যা রয়ে গেছে

-      করোনা ভাাইরাসের সার্বিক মোকাবেলায় ব্যক্তিমালিকানা বেসরকারি উন্নয়ন খাতের স্বাস্থ্য সেবাদানকারীদের  সম্পৃক্ত করার ব্যাপারে সরকারের ইচ্ছা আগ্রহের বিষয়টি যথেষ্ট পরিষ্কার নয়

 

·  করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে পর্যাপ্ত গতি সঞ্চারের জন্য এবং কার্যকর সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি বেসরকারি পর্যায়ের আস্থাভাজন বিশেষজ্ঞদের নিয়ে একটি  জাতীয় টাস্কফোর্স গঠন করা জরুরি

·  সংক্রমণ  হারের বিভিন্ন পর্যায়কে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি কী হতে পারে তার যুক্তিসম্মত আনুমানিক চিত্র নির্মাণ করতে হবে

 

·  প্রধানমনত্রীর কাার্যালয়

·  স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রণালয়

·  স্থাানীয় সরকার

·  বেসরকারি  উন্নয়ন সংস্থা

·  ব্যক্তিমালিকানা খাত

·  পেশাজীবীদের সংগঠন

 

 

 

অর্থনৈতিক সংকট সমাধানে আশু করণীয়

 

 

মূল সমস্যা

বিশ্লেষণ

করণীয়

দায়িত্ব

 

 

 

দীর্ঘমেয়াদে সামাজিক দূরত্বের পদক্ষেপের কারণে জীবিকার্জন অর্থনীতিতে বিঘ্ন

 

 

 

 

·   সামাজিক রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে আর্থিক প্রণোদনা ঘোষণার পর সরকার এই সংকটের ফলে সৃষ্ট স্বল্প দীর্ঘমেয়াদি জরুরি প্রয়োজনসমূহ মেটাতে বৃহত্তর আর্থিক প্রণোদনামূলক কার্যক্রম ঘোষণা করেছে এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে লক্ষ্য জনগোষ্ঠীকে চিহ্নিতকরণ, পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের প্রত্যেকটি কার্যক্রম নিষ্ঠার সঙ্গে সম্পাদনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য গৃহীত কর্মসূচির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার দাবিদার দুটি জনগোষ্ঠী হচ্ছে:

-       অনানুষ্ঠানিক খাতের অতিদরিদ্র:এরা বিশেষত  শহরাঞ্চলের বাসিন্দা চরম খাদ্য সংকটে ভুগছেন প্রচলিত হিসাব অনুসারে শহরাঞ্চলের এই অতি দরিদ্রের সংখ্যা ৪০ লাখ

-       অতিক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় নিযুক্ত জনগোষ্ঠী:

যাঁদের ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং এর ফলে আবার ব্যবসা শুরু করতে পারবেন কিনা সে বিষয়ে চরম আর্থিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে

·   সরকার নগরবাসী দরিদ্র মানুষের একাংশের জন্য ত্রাণ কার্যক্রম গ্রহণ করেছে (২রা এপ্রিল পর্যন্ত ৮৪৫০ মেট্রিক টন চাল কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ হয়েছে) পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী দল এবং ব্যক্তিও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে খাদ্য সাহায্য পৌঁছে দিতে শুরু করেছে কিন্তু সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ফলে সহায়তার পরিমাণ আশু বৃদ্ধি করা জরুরি

·   সংকটকালে দ্রুত সাড়া দেওয়ার ওপর গবেষণার জরুরি প্রয়োজন আছে এর মধ্য দিয়ে ভৌগোলিকভাবে প্রান্তিক সামাজিকভাবে প্রান্তিক উভয় ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিহ্নিত করা সম্ভব হবে ধরনের গবেষণার মাধ্যমে অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের ঝুঁকির বহুমাত্রিকতাকে চিহ্নিত করা সম্ভব

·   তৈরি অনানুষ্ঠানিক খাতে কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এমন চরম দরিদ্র ৪০-৫০ লাখ মানুষের জন্য - মাসের খাদ্য সহায়তা দিতে স্বল্পমেয়াদি খাদ্য নিরাপত্তা কার্যক্রম জরুরি ভিত্তিতে গ্রহণ করা প্রয়োজন

·   অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য মধ্যম মেয়াদে আর্থিক সহায়তার প্যাকেজ গ্রহণ করা প্রয়োজন

·   তৃতীয় পক্ষের দ্বারা তদারকি কার্যক্রম গ্রহণ, যার দ্বারা বড় ধরনের দুর্নীতি/অপচয় এবং লক্ষ্য জনগোষ্ঠীর বাইরের পরিবারগুলোর অন্তর্ভুক্তিকরণ আটকানো সম্ভব হয়

·   চরম দরিদ্র এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পরিস্থিতির ওপর বিশেষ জোর দিয়ে সংকটকালে দ্রুত সাড়া দেওয়ার ওপর গবেষণা করা জরুরি

·        স্বল্প মাঝারি মেয়াদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন তদারকির কাজে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং তৃণমূল সংগঠনগুলোকে সম্পৃক্ত করা প্রয়োজন

·        চলতি বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দের সমন্বয়সাধনের মাধ্যমে করোনা সংকট মোকাবেলায় অগ্রাধিকারভিত্তিক বাজেট বরাদ্দ করা জরুরি এক্ষেত্রে নিম্নলিখিত সমন্বয়গুলো করা যেতে পারে:

-         সরকারি কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা বছরের জন্য বাতিল করা যেতে পারে এবং এর জন্য বরাদ্দ বাজেট করোনা প্রতিরোধ কার্যক্রমে ব্যয় করা যেতে পারে

-         ইতিমধ্যে বরাদ্দ বাজেট ব্যয়ে অনিয়ম-দুর্নীতি হয়েছে বা ব্যয় সঠিকভাবে করা হয়নি এমন সব ক্ষেত্র চিহ্নিত করে অবশিষ্ট বাজেট করোনা প্রতিরোধ জরুরি কার্যক্রমে ব্যয় করা যেতে পারে

-         অত্যাবশ্যকীয় নয় এমন বৃহত্ মাত্রার ক্রয় কার্যক্রম স্থগিত করা যেতে পারে এবং উক্ত বরাদ্দ করোনা মোকাবেলা কার্যক্রমে ব্যয় করা যেতে পারে

-         অন্যান্য কোন খাতের বরাদ্দ স্থগিত করা যায় এবং তা করোনা প্রতিরোধে ব্যয় করা যায় সেজন্য বাজেট পুনঃপর্যালোচনা করা যেতে পারে  

-         সুপরিকল্পিত প্রস্তাবনার মাধ্যমে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সহায়তা পাওয়ার বিষয়ে তত্পর হওয়া যেতে পারে

·           প্রধানমনত্রীর কাার্যালয়

·           অর্থ মন্ত্রণালয়

·           দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়

·           সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়

·           স্থাানীয় সরকার

·           বেসরকারি  উন্নয়ন সংস্থা

·           বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

·           গবেষণা সংস্থাসমূহ

·           উন্নয়ন সহযোগীসমূহ

 

মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনায় বিঘ্ন

·         মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোইতিমধ্যে কিস্তি সংগ্রহের ঘাটতির সম্মুখীন হচ্ছে এবং লকডাউন শেষে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় শুরু করার ক্ষেত্রে তারল্য সংকটে ভুগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

·        মাইক্রোফাইন্যান্স খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক/মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির জরুরি সংলাপ আয়োজন করা যেতে পারে যার মাধ্যমে খাতটির জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তার প্যাকেজ নির্ধারণ করা সম্ভব হবে

·         মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানসমূহ

·         বাংলাদেশ ব্যাংক

·         মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি

 

 

 

 

 

মধ্যম মেয়াদে সামষ্টিক অর্থনীতির সম্ভাব্য চিত্র উপস্থাপন

 

 

 

·        করোনা মহামারী ইতিমধ্যে ভঙ্গুর সামষ্টিক অর্থনীতির ভিত্তিমূলক খাতগুলোর ঝুঁকি আরো বৃদ্ধি করেছে এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য রাজস্ব আয়ের খাত এক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো নতুন উদ্বেগের সঞ্চার করেছে:

-         কৃষিখাতের ওপর কী প্রভাব পড়তে যাচ্ছে?

-         বিশেষ করে বোরো ফসল তোলা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা জরুরি?

-         অভিবাসনফেরত শ্রমিকদের জীবিকার্জনের উপায় কী?

-         রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের ক্ষতি যাতে ন্যূনতম হয় সেজন্য কী করণীয় এবং আয়ের বিকল্প উপায় কী হতে পারে?

·       অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্তকরণে করোনা মহামারীর প্রভাবকে বিবেচনায় নিতে হবে এবং ক্ষয়ক্ষতি পোষানোর দিকনির্দেশনা থাকতে হবে

·       রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে প্রাথমিক প্রণোদনামূলক অর্থসহায়তার উদ্যোগটি প্রশংসনীয় সেইসাথে কোভিড-১৯ পরবর্তীকালে শিল্পটি রক্ষায় আরো বৃহত্ মাত্রায় যথা জিডিপির -% পর্যন্ত প্রণোদনা দেওয়ার প্রয়োজন হতে পারে এরকম বৃহত্ মাত্রার প্রণোদনা প্রদানে প্রয়োজনীয় অর্থায়ন কীভাবে করা যেতে পারে সে বিষয়ে জরুরি ভিত্তিতে নীতিগত সংলাপ আয়োজন করা প্রয়োজন

 

·        মধ্যমেয়াদে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাব্য চিত্র উপস্থাপন এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সরকারের বিশেষজ্ঞ এবং স্বাধীনভাবে কর্মরত অর্থনীতিবিদদের একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা জরুরি

·        করোনার প্রভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে  অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্তকরণ পর্যালোচনা করা প্রয়োজন

·        অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা মাইক্রোফাইন্যান্স খাতসহ যেসব খাতের আর্থিক প্রণোদনা প্রয়োজন তা চিহ্নিত করতে হবে

 

·         অর্থ মন্ত্রণালয়

·         সাধারণ অর্থনীতি বিভাগ

·         বাংলাদেশ ব্যাংক

·         উন্নয়ন বিশেষজ্ঞগণ

 

 

৮-দফা আশু করণীয় বিষয়ে সারসংক্ষেপ 

 

সমস্যাগ্রস্ত খাত

 

করণীয়

 

উদ্দেশ্য

 

 

 

 

 

 

 

 

 

স্বল্পমেয়াদি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

স্বাস্থ্যখাত

 

 

 

·      বিকল্প সূচকসমূহ (Proxy Indicator) থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে নতুন সংক্রমণ বা প্রবল ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা এবং এসব এলাকায় সংক্রমণ পরীক্ষা জোরদার করার জন্য উপযুক্ত কৌশল অবলম্বন করা 

·         বাংলাদেশ সংক্রমণের কোন স্তরে অবস্থান করছে তা কার্যকরভাবে নির্ধারণ করা

 

 

 

 

 

·      করোনা সংক্রমণ মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স গঠন করা

 

·        সমন্বয়ের ঘাটতি কাটিয়ে ওঠা

·        আরো কার্যকর জোরদার যোগাযোগ কৌশল অবলম্বন করা

·        প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা অন্যান্য অন্তরায় কাটিয়ে ওঠা এবং পিপিই সংক্রমণ পরীক্ষার কিট সরবরাহ চেইন গতিশীল করার স্বার্থে অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা

·        হাসপাতালে চিকিত্সাসেবা প্রদানে পদ্ধতিগত প্রস্তুতির তদারকি করা

·         সুরক্ষা পোশাক (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই) দ্রুত সরবরাহ এবং অনুপ্রেরণামূলক বার্তার মাধ্যমে স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে কর্মোদ্দীপনা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ

·        স্বাস্থ্যসেবাদানকারী কর্মীবাহিনীর জোরদার সম্পৃক্ততা নিশ্চিত করা

·        করোনাবহির্ভূত রোগের ক্ষেত্রে চিকিত্সাসেবা নিশ্চিত করা

·        বেসরকারি উন্নয়ন সংস্থা, যুবশক্তি এবং তৃণমূল পর্যায়ের সংগঠনসমূহকে সম্পৃক্ত করা এবং তাদের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখা স্বাস্থ্যসম্মত আচরণের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণ 

·        জনসচেতনতার ক্ষেত্রে বিদ্যমান ফাঁকগুলো পূরণ করা

·        তৃণমূল পর্যায়ের শক্তিসামর্থ্যকে পূর্ণভাবে কাজে লাগানোর বিষয়টি নিশ্চিত করা

অর্থনীতি

·   অনানুষ্ঠানিক খাতেকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এমন চরম দরিদ্র কমপক্ষে ৪০-৫০ লাখ মানুষের জন্য ইতিমধ্যে ঘোষিত খাদ্য নিরাপত্তা কার্যক্রমের আওতায় - মাসের খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগটি সঠিক টার্গেটিংয়ের মাধ্যমে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা 

 

·        সামাজিক দূরত্বের পদক্ষেপের কারণে চরম সংকটে পড়া সমাজের চরম দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা

·        চলতি বাজেটের বিভিন্ন খাত দ্রুত পর্যালোচনাপূর্বক করোনা মোকাবেলায় জরুরি অর্থায়ন

·        অপচয়/তছরুপ এড়াতে এবং সঠিক টার্গেটিং নিশ্চিত করার লক্ষ্যে তৃতীয় পক্ষ দ্বারা খাদ্যসহায়তা প্রদান কার্যক্রম তদারকি

 

 

 

 

মধ্যমেয়াদি

 

 

 

 

 

স্বাস্থ্যখাত

 

 

·        জরুরিকালীন প্রস্তুতি সাড়া প্রদানের ক্ষেত্রে দুর্বলতা চিহ্নিত করার লক্ষ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনার সামগ্রিক পর্যালোচনা করা

·        জাতীয় অগ্রাধিকার হিসেবে জনস্বাস্থ্য সুরক্ষার ওপর নতুন করে গুরুত্ব আরোপ করা

 

 

·        জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সামাজিক প্রচারণাকে ধারাবাহিক অগ্রাধিকারপ্রাপ্ত করণীয় হিসেবে প্রাতিষ্ঠানিকীকরণ

 

·        করোনাভাইরাস সৃষ্ট সংকটের অভিজ্ঞতাকে সামনে রেখে জনস্বাস্থ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার দিকে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া

·        স্বাস্থ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন জাতি গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে বিভিন্ন নাগরিক সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং স্থানীয় মানুষকে সম্পৃক্ত করা

অর্থনীতি

·        মধ্যম মেয়াদে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে যুক্তিসঙ্গত অনুমান, ঝুঁকিপূর্ণ খাতগুলোকে চিহ্নিত করা পাশাপাশি নতুন সৃষ্ট সুযোগ-সুবিধাদি কাজে লাগানোর উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ প্যানেল প্রতিষ্ঠা করা

·        নিচের স্তরে সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলার প্রস্তুতি আরো জোরদার করা

 

আশু করণীয় বিষয়ে আহ্বান

হোসেন জিল্লুর রহমান, চেয়ারপারসন, ব্র্যাক বাংলাদেশ, এবং এক্সিকিউটিভ চেয়ারপারসন, পাওয়ার অ্যান্ড পর্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)।

রাশেদা কে চৌধূরী, নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান।

ড. রশিদ ই মাহবুব, অধ্যাপক,  সার্জারি বিভাগ, বিএসএমএমইউ, এবং সাবেক সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

এএমএম নাসির উদ্দিন, সাবেক স্বাস্থ্য সচিব এবং সিনিয়র ফেলো, পিপিআরসি।

ড. এমএ ফায়েজ, সাবেক মহারিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়।

আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউ (পিআরআই), এবং চেয়ারম্যান, ব্র্যাক ব্যাংক।

আতিউর রহমান, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক।

আসিফ সালেহ্, নির্বাহী পরিচালক, ব্র্যাক।

ফারাহ কবির, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশন এইড।

আহমেদ মোশতাক রাজা চৌধুরী, অ্যাডভাইজার, জেমস পিগ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি।

ইমরান মতিন, নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।

মোহাম্মদ আবদুল ওয়াজেদ, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং সিনিয়র ফেলো, পিপিআরসি।

ড. দিবালোক সিংহ, নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র(ডিএসকে)।

এম এহসানুর রহমান, নির্বাহী পরিচালক, ঢাকা আহছানিয়া মিশন।

মো. আবদুল করিম, সাবেক কেবিনেট সচিব, বাংলাদেশ সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন