শিশুখাদ্য আমদানি

এলসি মার্জিন ৫ শতাংশ রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে তাণ্ডব চালানো নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাবে দেশে শিশুখাদ্যের সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য শিশুখাদ্য আমদানিতে ঋণপত্রের (এলসি) মার্জিন সর্বোচ্চ শতাংশ রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সরকারি ছুটির দিন নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি নীতি বিভাগ।

দেশের সব কয়টি তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট চলমান সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক স্থানীয় বাজারে শিশুখাদ্য চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে অত্যাবশ্যক পরিস্থিতি বিবেচনায় বাজারে শিশুখাদ্যের মূল্যে স্থিতিশীলতা বজায় রাখা এবং সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবেলায় শিশুখাদ্য আমদানির লক্ষ্যে ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন হার সর্বোচ্চ শতাংশ নির্ধারণ করা যাবে।

আমদানীকৃত পণ্য নভেল করোনাভাইরাসমুক্ত রাখার জন্য আমদানিকারকদের সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জারীকৃত নির্দেশনা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনটি জারি করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন