এজিএমে নৌ প্রতিমন্ত্রী

মেরিটাইম বিশ্বে অবস্থান তৈরি করবে বিএসসি

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) আগামী দিনে শুধু বাংলাদেশে নয়, মেরিটাইম বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রামের বোট ক্লাবে বিএসসির ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএসসির বহরে এরই মধ্যে চীন থেকে ছয়টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরো ১০টি নতুন জাহাজ সংগ্রহে ডেনমার্ক ও চীনের সঙ্গে কথাবার্তা চলছে। এসব জাহাজ পাইপলাইনে আছে। বঙ্গবন্ধু স্বাধীন দেশের পতাকাবাহী বিএসসি গড়ে তুলেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশে চট্টগ্রাম বন্দরও নিরাপদ ছিল না। বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়ার বিশেষজ্ঞরা চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণের সময় বিস্ফোরণে মারা যান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মৃতপ্রায় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল বিএসসিকে। শেখ হাসিনা আবার বিএসসিকে মূল লক্ষ্যে নিয়ে এসেছেন। চীন থেকে ছয়টি নতুন জাহাজ সংগ্রহ করেছেন।

এ সময় বিএসসির সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন