বৈরুত বিস্ফোরণ: মৃত্যু ১০০ ছাড়াল, নিখোঁজ শতাধিক

প্রকাশ: আগস্ট ০৫, ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণে এখন পর্যন্ত শতাধিক নিহতের কথা জানিয়েছে সরকার। উদ্ধারকর্মীরা ধ্বংস্তূপের মধ্যে আরো শতাধিক লোককে খুঁজছে। মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। 

সরকারি হিসাবে এই বিস্ফোরণে একমপক্ষে একশ মানুষ নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন চার হাজারের বেশি। 

বিস্ফোরণস্থলটি মূলত বন্দর এলাকা। বিস্ফোরণের সময় গোটা এলাকা কেঁপে উঠে এবং ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়ার মেঘ। 

প্রেসিডেন্ট মাইকেল আউন বলেছেন,  বন্দরের একটি ওয়্যারহাউসে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অসতর্কভাবে মজুদ করে রাখা ছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। 

অ্যামোনিয়াম নাইট্রেপ মূলত কৃষিকাজে ব্যবহৃত সার তৈরির কাঁচামাল। কিন্তু এটি মারাত্মক বিস্ফোরক একটি রাসায়নিক।

সূত্র: বিবিসি

>> বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে বিস্ফোরণ, নিহত ৭৮, আহত অন্তত ৪০০০

>> বৈরুতের বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত

>> বৈরুতের রাসায়নিক গুদামে বিস্ফোরণে ২ বাংলাদেশী নিহত


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫