এমপি পাপুলের কুয়েতের নাগরিকত্ব নেই

প্রকাশ: জুলাই ০৯, ২০২০

বণিক বার্তা অনলাইন

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক নন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকশিত এ সংক্রান্ত খবর সম্পূর্ণ ভুয়া উল্লেখ আজ বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তা জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব রিলেশনস অ্যান্ড সিকিউরিটি মিডিয়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলেছে, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে, মানবপাচারের অভিযোগে আটক এক বাংলাদেশী কুয়েতি নাগরিকত্ব পেয়েছেন। এ তথ্য সঠিক নয়। বরং তিনি এদেশে বসবাস করতেন এলিয়েন রেসিডেন্ট ল- এর অধীনে। তার বিরুদ্ধে একাধিক মামলায় বিবাদী হিসাবে বিষয়টি উল্লেখও করা হয়েছে। 

গতকাল বুধবার সংসদে পাপুলের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সে (পাপুল) কুয়েতের নাগরিক কিনা সে বিষয়ে আমরা কুয়েতের সঙ্গে কথা বলছি। দেখবো। যদি তা হয় তাহলে ওই সিট হয়তো খালি করে দিতে হবে।’

Search Results


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫