বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩০

প্রকাশ: জুন ২৯, ২০২০

রাজধানীর শ্যামবাজার কাছাকাছি বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ এ দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস সদরদপ্তর সবশেষ খবরে বলা হয়, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে শ্যামবাজারের কাছে  চাঁদপুর থেকে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ ডুবে যায়। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড, নৌপুলিশ পুলিশ, বিআইডব্লিউটিএ- নেভি ও র‌্যাব।

দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার শাহাদৎ হোসেন জানান, উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে পুরুষ ১৯ জন, নারী আটজন এবং শিশু তিনটি।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কোস্টগার্ড জানায়, মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ১৫ থেকে ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।


বুড়িগঙ্গায় লঞ্চডুবি : অন্তত ২৫ মরদেহ উদ্ধার

 



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫